বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বহিঃ বিতরণ।

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বহিঃ বিতরণ।


রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে সামাজিক দৃরত্ব বজায় রেখে ১৪৪ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহিঃ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আনুুষ্ঠানিক ভাবে এ ভাতা বহিঃ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাতা বহিঃ বিতরন করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মোকামতলা ইউপি সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য ওয়াহেদুল ইসলাম হাম্মাদ, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মতিন প্রমূখ। ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, কার্ড নিতে কোন টাকা পয়সা দিতে হয়নি, আমরা ঝামেলা ছাড়ায় সহজে ভাতা বহিঃ পেয়েছি। ভাতা বহিঃ বিতরণ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, উপজেলার অসহায় মানুষের সেবায় আমাদের পরিষদের সকলে সম্মিলিত ভাবে কাজ করছি এবং শেষ পর্যন্ত তাদের সেবায় কাজ করে যাবো।