বগুড়ায় বিপুল পরিমান ফেনসিডিল ও অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

বগুড়ায় বিপুল পরিমান ফেনসিডিল ও অস্ত্রসহ আটক ৩।


রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে সবজী বোঝাই ট্রাক থেকে বিদেশী ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটেলিয়ান- ৪।

বুধবার বিকেলে বগুড়ার কাহালুর ভাট দুবলা থেকে ওইসব অস্ত্র, গুলি, ফেনসিডিল উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার মোঃ জয়নুল আবেদীন।

১৭ বছর আগে ২০০৩ সালের ২৭ জুন কাহালুর যোগারপাড়ায় নাগর নদীর পাশে একটি ইটভাটার পাশে আনারস ভর্তি ট্রাক থেকে এক লাখ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ৮৪ কেজে উচ্চ ক্ষমতা সম্পর্ণ বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ।

জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদে টার্গেট করে নওগা থেকে ঢাকাগামী সবজী বোঝাই ট্রাকটি কাহালুর হাট দুবলা নামক স্থানে আটকিয়ে তল্লাসী করলে ওইসব বিদেশী অস্ত্র, গুলি ও ফেনসিডিল সহ ট্রাকের ড্রাইভার, হেলপার ও অপর একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো ট্রাকের ড্রাইভার জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুরের বাবু মন্ডলের পুত্র কাবিল হোসেন( ৩৮), হেলপার নওগা জেলার বদলগাছি থানার কান্তিকাছা গ্রামের আজিজুল ইসলামের পুত্র সোভন হোসেন (২৮) ও যাত্রী জয়পুরহাট সদরের ভাদশা লাল পাড়ার ছোটন(২৪)। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তর যৌথভাবে কাজ করছে।