বগুড়ার শিবগঞ্জের মহাস্থান কুরবানির হাটে পুলিশের সচেতনতা ও মাস্ক বিতরণ ।

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান কুরবানির হাটে পুলিশের সচেতনতা ও মাস্ক বিতরণ।


রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ

উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী মহাস্থান কুরবানির হাটে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরন করা হয়েছে।

বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মহাস্থান কুরবানির হাটে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামানের সার্বিক সহযোগীতা ও নির্দেশে মাস্ক বিতরণ করেন এস আই মোস্তাফিজার রহমান। এ সময় উপস্থিত ছিলেন এ এস আই আব্দুল কুদ্দুসসহ অন্যান্য পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

এস আই মোস্তাফিজার রহমান হাটে আগত সকল ক্রেতা ও বিক্রেতাদের বলেন, নিজে নিরাপদ থাকুন, পরিবারের সকলকে নিরাপদ রাখুন। মাস্ক ব্যবহার করে সামাজিক দুরুত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করুণ, যারা মাস্ক ব্যবহার করবেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।