কুষ্টিয়ায় ভেড়ামারা থানার সম্মুখ থেকে গাঁজার বাগান উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

কুষ্টিয়ায় ভেড়ামারা থানার সম্মুখ থেকে গাঁজার বাগান উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


কে এম শাহীন রেজা, জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ায় পুলিশের নাকের ডগায় গাজার বাগান আবিস্কার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জানার্কীন এলাকায় থানা থেকে ৫ কিলোমিটারের ভেতরে গাজার বাগান দেখে অবাক হয়েছে মানুষ। আজ বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর পাশে রেলওয়ের পতিত ৩ কাঠা জমির ওপর গাজার বাগানে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তারা সেখানে ৫৫ টি গাজার পরিপক্ক গাছ ধবংস করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেখানে গাজার বাগান করে গাজা উৎপাদন করা হচ্ছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের উপস্থিতিতে বাগানে চাষ করা ৫৫ টি গাজার গাছ ধবংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন বেলাল হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন।