নিম্ন আয়ের মানুষদের পাশে আনন্দ মোহন কলেজ ছাত্রদল

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২০, ২০২০

ময়মনসিংহ,সংবাদদাতা।

করোনার প্রাদুর্ভাবে গোটা দেশ আজ স্তব্ধ। দিশেহারা হয়ে পরেছে সাধারণ মানুষ,নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরও করুণ অবস্থা, একদিকে ভয়াল ঘাতক করোনাভাইরাস অন্যদিকে ক্ষুধার তাড়নায় মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু’র সহায়তায় এবং আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা রুকন উজ জামান (রুকন)এর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আনন্দ মোহন কলেজ ছাত্রদল।
বুধবার (২০মে ) ইতিকথা কমিউনিটি সেন্টারে ২০০জন অসহায় কর্মহীন পরিবারের মাঝে সেমাই, চিনি,দুধ,তৈল,সাবান বিতরণ করা হয়।

এসময় জেলা ছাত্রদল নেতা মিনহাজ,মহানগর ছাত্রদল নেতা মেহেদী,মুকাররম ও আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদল নেতা আশিকুর রহমান ,রনি,সৈকত,সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।