করোনার উপসর্গ নিয়ে দক্ষিন আফ্রিকায় বাংলাদেশীর মৃত্যু। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ করোনার উপসর্গ নিয়ে দক্ষিন আফ্রিকায় বাংলাদেশীর মৃত্যু। —————————————- শওকত বিন আশরাফ।। দক্ষিন আফ্রিকা দক্ষিন আফ্রিকায় করোনার উপসর্গ নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে মুহাম্মদ জাহিদ নামে একজন বাংলাদেশি প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন)। ফ্রী স্টেইট প্রদেশের ভেলকম শহরের অডিনঢাল লোকেশনে বসবাসকারী মুহাম্মদ জাহিদ গত রবিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে স্হানীয় হাসপাতালে ভর্তি হওয়ার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন। মরহুম জাহিদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ দক্ষিন আফ্রিকা সময় ৪ঃ১৫ মিঃ নামাজের জানাযা শেষে মরহুম জাহিদকে স্হানীয় ভেলকম কবরস্থানে দাফন করা হবে। জাহিদের দেশের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শিবপুরে গ্রামে। SHARES করোনা আপডেট বিষয়: