গোপালপুরে নতুন করে করোনা আক্রান্ত ৪ মোট আক্রান্ত সংখ্যা ৪৫জন। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ গোপালপুরে নতুন করে করোনা আক্রান্ত ৪ মোট আক্রান্ত সংখ্যা ৪৫জন। মো: অমিত হাসান, (টাঙ্গাইল)গোপালপুর প্রতিনিধি।। টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে ৪জনসহ এ পর্যন্ত মোট ৪৫জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন, পৌরশহরের কোনাবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২), থানা এলাকার মৃত ঈমাম আলীর ছেলে লুৎফর রহমান (৫০), হাটবৈরান এলাকার আমান আলীর ছেলে হোসেন আলী (৪৯) ও ধোপাকান্দি ইউনিয়নের বড়মা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সখিনা খাতুন (২৮)। নতুন চারজনসহ গোপালপুর উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৫ জন। তাদের মধ্যে ৩২জন পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। বুধবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সম্প্রতি কয়েক জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার ফলে ওই ৪জনের নমুনায় নতুন করে কোভিড-১৯ পজিটিভ আসে। SHARES করোনা আপডেট বিষয়: