বগুড়ার শিবগঞ্জে জব্দকৃত চাল পেলেন ২২৫ হতদরিদ্র পরিবার।

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

বগুড়ার শিবগঞ্জে জব্দকৃত চাল পেলেন ২২৫ হতদরিদ্র পরিবার।


রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত চাল বগুড়া জেলা পুলিশের উদ্যােগে ২২৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশের উদ্যােগে শিবগঞ্জ থানা চত্ত্বরে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫(১) অনুযায়ী শিবগঞ্জ থানার মামলা নং ১৯ ও ২০ এর আলোকে ২৩৩০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল এর মধ্যে ৮০কেজি চাল নমুনা স্বরূপ রেখে বাকী ২২৫০ কেজি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার ২২৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। চালের সাথে পুলিশের পক্ষ হতে একটি করে মিষ্টি কুমড়া যোগ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সোনাতলা-শিবগঞ্জ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডলসহ শিবগঞ্জ থানার সকল অফিসার স্টাফবৃন্দ।