কুষ্টিয়া কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১, পুলিশ সহ আহত অর্ধশতাধিক। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ কুষ্টিয়া কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১, পুলিশ সহ আহত অর্ধশতাধিকগ। কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হবার ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান ডাঁসা গ্রামের বীরমুক্তিযোদ্ধা দুলাল শেখের ছেলে মামুন শেখের সাথে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের দীর্ঘদিন যাবত কলহ চলে আসছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার ১১ টার দিকে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কুমারখালী থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করে। এসময় সান্দিয়ারা গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে বিল্লাল হোসেন (৪৮) ঘটনাস্থলে নিহত ও ৬ জন পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন একজন নিহত হয়েছে শুনেছি। ইতিমধ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাততঃ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহাশিউল আরেফিন রনি জানান নিহত ব্যক্তির দেহে রাবার বুলেটের চিন্হ আছে। এবং এ পর্যন্ত ৩০ জন আহত ব্যক্তির চিকিৎসা দেয়া হয়েছে । SHARES সারা দেশ বিষয়: