কিশোরগঞ্জ হোসেনপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় স্থানান্তর না করা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ কিশোরগঞ্জ হোসেনপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় স্থানান্তর না করা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শামীম মিয়া,হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় স্থানাস্তর না করা প্রতিবাদে সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতাল চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিম প্রমুখ। বক্তারা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় হোসেনপুর উপজেলায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হোসেনপুর উপজেলাটি ভৌগলিকভাবে ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ক্রাইমজোন সীমান্তবর্তী এলাকা হিসেবে চিহ্ণিত। এ অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার হীন ষড়যস্ত্র উপজেলার আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা তৈরি করবে। জানা জায় ১৯৮৪ সালে হোসেনপুর উপজেলায় আইন শৃংখলার পরিস্থিতি চরম অবনতি হওয়ার কারণে সার্কেল অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপারের আন্তরিকতার কারণে আগের তুলনায় আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সার্কেল অফিস অন্যত্র সরানোর সিদ্ধান্ত বাতিল করে হোসেনপুর উপজেলা সদরে পুর্নবহাল রাখা জন্য মাননীয়.প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীওপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এর হস্তক্ষেপ কামনা করেছেন। SHARES সারা দেশ বিষয়: