বগুড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ১০ ব্যবসায়ীকে গ্রেফতার। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ বগুড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ১০ ব্যবসায়ীকে গ্রেফতার। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১০ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার জেলা সদর ও সোনাতলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একটি টিম বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহ হলে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের প্রাইভেট কার (যশোর-খ-১১-০০৬৯) থামানো হয়। তখন কারে’র পেছনে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত তিন মাদক ব্যবসায়ী হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরের মোজাম্মেল হকের ছেলে আব্দুল বারী (৪৫), পূর্ব ফতেহপুরের মোকছেদ আলীর ছেলে নাহিদ আহম্মেদ ফারুক (৩৫) এবং মধ্যম মাগুরিয়ার মৃত সৈয়ব উল্লাহ ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)। ১০০পিস ইয়াবাসহ বগুড়ার নাটাইপাড়ার মৃত আব্দুল হামিদ খানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও সালামের মেয়ে শারমিন আক্তারকে (২৮) গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ১কেজি গাঁজাসহ যে ৫জনকে গ্রেফতার করে তারা হলেন, গাবতলী উপজেলার নারুয়ামালার মৃত মন্তেজার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৬) ও আমলীচুকাইয়ের বাদশার মিয়ার ছেলে হেলাল (৩০), সোনাতলার উত্তর সুখানপুকুরের বাঁশহাটার মৃত নুরনবীর ছেলে সাইফুল আলম (৬৩) ও মহিচরণ মধ্যপাড়ার মৃত ছিমুদ্দিন সরদারের ছেলে আব্দুল রশিদ সরদার (৫৯) এবং সদরের বুজরুক মাঝিরা মন্ডলপাড়ার হারুনুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫)। অন্যদিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অপর দুটি টিমের অভিযানে ভাটকান্দি এলাকা থেকে ১০০পিস ইয়াবাসহ দুইজন এবং সোনাতলার দিগদাইর থেকে ৫ জনকে আটক করেছে। এব্যাপারে ডিবির ওসি আছলাম আলী জানান, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আটক হওয়া ওই ১০জনের বিরুদ্ধে সদর ও সোনাতলা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: