রংপুর নগরীর গণেশপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় দুধ, ডিম ও নগদ অর্থ প্রদান।

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

রংপুর নগরীর গণেশপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় দুধ, ডিম ও নগদ অর্থ প্রদান।


শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর গণেশপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও পুষ্টির লক্ষে দুধ, ডিম ও নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার দুপুরে নগরীরর গণেশপুরে আলো ফাউন্ডেশনের সহযোগীতায় গরিব গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও পুষ্টির লক্ষে দুধ, ডিম ও নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পদক শিমুল ইসলাম।এ সময় শিমুল ইসলাম বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, আলো ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড ও ২২ নং ওয়ার্ডের মোট ৬০ জন গরিব গর্ভবতী মায়েদের ৬ মাস ব্যাপী এই সেবা কর্মসূচী চালু করা হয়েছে।

এছাড়া ৪ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রতি মাসে পেশার চেকআপ ও স্যালাই প্রদান করা হবে। ধীরে ধীরে প্রতিটি ওয়ার্ড ও পাড়া মহল্লা পর্যায়ে এই সেবা পৌছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম গোলাপ, ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম স্বাধীন, সেবা সমবায় সমিতির পরিচালক খালেকুজ্জামান সুমন, আমরাই পাশে রংপুর এর সভাপতি সাব্বির হোসেনসহ সভাপতি সাকিব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।