বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ডিবি পুলিশের চলমান অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের খবর পাওয়া গিয়েছে। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার শেরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯ জুলাই রবিবার বিকাল শেরপুর থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৭০০ (এক হাজার সাতশত) পিস ইয়াবাসহ যথাক্রমে মোঃ রাজিব ব্যাপারী(৩৪), পিতা-মৃত কিয়ামদ্দিন, সাং-লক্ষীপুর (ছিলারচর), থানা ও জেলা-মাদারীপুর, মোঃ সজিব শেখ(২১), পিতা-মোঃ রাজেক আলী ও মেহেদী হাসান (২০), পিতা-মোঃ হামিদ শেখ, উভয় সাং-ভাটারা (গোলায়পাড়া), থানা-শেরপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। বগুড়া জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: