ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ২১ জনের

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  শনিবার (৯ মে) তিন শিফটে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ২১ জনের নমুনায় করোনা পজিটিভ রেজাল্ট আসে। এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই জন স্বাস্থ্যকর্মী, গফরগাঁওয়ের ছয় জন এবং হালুয়াঘাটের একজন রয়েছে।

এছাড়া জামালপুরের ছয় জন এবং শেরপুরে ছয় জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ২০৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন পাঁচ জন।