ময়মনসিংহে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি স্বাস্থ্যকর্মী

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মে ১০, ২০২০

ময়মনসিংহে ২৪ ঘন্টায় নতুন আরও নয় জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২০৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এদেরমধ্যে ১২৫ জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী।

শনিবার (৮ মে) রাতে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে ৩ ধাপে ২৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২১ টি নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার নয় জন। এই নয় জনের মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তিনজনসহ পাঁচ জন, ময়মনসিংহ সদরের দুইজন ও হালুয়াঘাট উপজেলার দুই জন। বাকিরা জামালপুর জেলার ছয় জন ও শেরপুর জেলা সদরের ছয় জন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজের রয়েছেন ৯৮ জন। তাদের মধ্যে ৩২ জন চিকিৎসক ও ৩১ জন নার্স। এছাড়াও গফরগাঁও উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ জন। তার মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ জন।